×

খেলা

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, জানালেন নেইমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, জানালেন নেইমার

নেইমার

   

এবার সরাসরি ব্রাজিল তারকা জানালেন, ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি। নেইমার জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করতে পারার মত বিষয় আর নেই। তাই তো ব্রাজিলের জার্সিতে আবার ফেরার প্রত্যাশার সঙ্গে ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘অবশ্যই। আমি ফিরব। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই (গত নভেম্বরে বাছাইয়ের ম্যাচে) ডাকতে পারত। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরেরবার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরো উন্নতি করবে।’

২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরইমধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’  তবে চোট থেকে ফিরে আগে তিনি আল হিলালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটাতে চান।

নেইমার বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো- ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারো খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

এর আগে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। ২০২২ সালের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর নেইমার জানিয়েছিলেন, পরবর্তী বিশ্বকাপেও খেলতে পারেন তিনি।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App