বিপিএলে দেশিদের পাশাপাশি থাকবেন বিদেশি আম্পায়ার, যা জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে উপজীব্য করে ৩০ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন আসর ঘিরে অনেক আগে থেকে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। এবারের বিপিএলকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ । ইতোমধ্যেই আম্পায়ার্সদের তালিকা ঠিক করেছে বিপিএল কর্তৃপক্ষ।
এবারের বিপিএলে মাঠের দায়িত্বে থাকবেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি আম্পায়ারের পাশাপাশি ২ জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন। বিসিবির একটি সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে ।
বিপিএলের এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিক সব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ইতোমধ্যে বিপিএলের মাসকট উন্মোচন হয়েছে। এছাড়া একাদশ বিপিএলের অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের।
শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’।
দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই-টিকিটের ব্যবস্থাও। তাছাড়া প্রথমবারের মতো এই আসরে থাকবে থিম সং। আর আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের তিন আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট।