×

খেলা

পাওয়েলের বিদায়ে মহাবিপদে উইন্ডিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ এএম

পাওয়েলের বিদায়ে মহাবিপদে উইন্ডিজ

ছবি: সংগৃহীত

   

দলীয় ফিফটির আগেই ৫ উইকেট হারানোর পর ক্রিজে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করছিলেন রোভম্যান পাওয়েল। তবে তিনিও এদিন উইকেটে থিতু হতে পারেননি। তাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনেছেন রিশাদ হোসেন।

১০ম ওভারের পঞ্চম ডেলিভারিতে হাফ ভলিকে ছক্কা মারতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দিয়ে ১২ বলে ২ রান করে ফেরেন ক্যারিবীয় এই অধিনায়ক।

১০ ওভারে ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ৬০। জয়ের জন্য শেষ ৬০ বলে দরকার ১৩০ রান। ৮ বলে ৯ রানে অপরাজিত শেফার্ড। অন্যপ্রান্তে মোতি।

এর আগে, ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই ব্রান্ডন কিংকে সাজঘরে ফেরান তাসকিন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ওপেনার। এরপর জাস্টিন গ্রিভসকে আউট করে টাইগারদের দ্বিতীয় সাফল্য এনে দেন শেখ মেহেদী। এই অফ-স্পিনারকে লং অন দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়েন গ্রিভস।

তৃতীয় উইকেটে ২৪ বলে ৩৮ রানের বিপজ্জনক জুটি গড়েছিলেন পুরান ও চার্লস। তবে ষষ্ঠ ওভারে মেহেদীকে টেনে মারতে গিয়ে বোল্ড পুরান। ফলে ১০ বলে ১৫ রানে থামে তার ইনিংস। এ সিরিজে তিনবারই মেহেদীর বলে আউট হলেন উইকেটকিপার এই ব্যাটার।

পাঁচে নেমে ডাক খেয়েছেন রোস্টন চেজ। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই হাসানের বলে মেহেদির হাতে ক্যাচ দেন তিনি।

একই ওভারে রান আউটের শিকার হয়ে ফেরেন একপ্রান্ত আগলে রাখা চার্লস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে ১৮ বলে ২৩ রান এসেছে। এতে দলীয় ফিফটির আগেই ৫ উইকেট হারায় উইন্ডিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App