×

খেলা

জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় পুঁজি বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ এএম

জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় পুঁজি বাংলাদেশের

ছবি: সংগৃহীত

   

সিরিজের প্রথম দুই ম্যাচে শুরুটা একদমই ভালো ছিল না বাংলাদেশের। বাজে শুরুর পর বড় পুঁজিও পায়নি টাইগাররা। এবার দুই ওপেনার ও শেষদিকে জাকের আলী অনিকের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে টাইগাররা।  

শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেছেন জাকের আলী।

টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন তারা। তবে ১৪ রানের বেশি করতে পারেননি লিটন। 

লিটন ফেরার পর ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি। জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে জাস্টিন গ্রেভসের হাতে ধরা পড়েন দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৯ রান করেন ইমন।

তিনে নেমে ভালো কিছুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। এক ছক্কায় ৯ বলে ৯ রান করে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার।

চতুর্থ উইকেট জুটিতে জাকের আলি ও মেহেদী মিরাজ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। শুরুতে রক্ষণাত্মক ব্যাটিং করলেও রানের গতি বাড়াতে গিয়ে সাজঘরে ফেরেন মিরাজ। ফেরার আগে তার ব্যাট থেকে ২৩ বলে ২৯ রান এসেছে।

এরপর দ্রুতই আরো দুই উইকেট হারায় বাংলাদেশ। শামীম পাটোয়ারী ৪ বলে ২ ও শেখ মেহেদী রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। 

তবে একপ্রান্ত রেখে স্কোরশিট সচল রাখেন জাকের। তাকে দুর্দান্ত সঙ্গ দেন তানজিম সাকিব। আগ্রাসী ব্যাটিংয়ে ২৭ বলে ৫০ রানের জুটি গড়েন তারা। কিন্তু দলীয় ১৬৪ রানে এক চার ও এক ছক্কায় ১২ বলে ১৭ রান করে আউট হন তানজিম সাকিব।
অন্যদিকে ৩৬ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন জাকের। ফিফটির পর রীতিমতো টর্নেডো বইয়ে ৬ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন জাকের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App