অদ্ভুত কারণে বাদ দেয়া হলো ভারতীয় ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পিএম

ছবি: সংগৃহীত
নির্বাচকদের কথা না শোনায় রাজ্যদল থেকে ভারতের তারকা ক্রিকেটার সাঞ্জু স্যামসন বাদ পড়েছেন। যদিও এতদিন গুঞ্জন উঠেছিল, একটানা ভালো খেললেও জাতীয় দলে তার সুযোগ মেলে না। এবার রাজ্যদল থেকেই বাদ পড়লেন উইকেটকিপার এই ব্যাটার।
সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরালা দলকে নেতৃত্ব দেন সাঞ্জু। তবে তার নেতৃত্বে নক-আউটের টিকিট হাতে পায়নি দলটি। এবার আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা মেলেনি স্যামসনের।
জানা গেছে, ফর্ম বা ক্রিকেটীয় কারণে সাঞ্জু বাদ পড়েননি। বরং অদ্ভুত এক কারণে স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
কেরালা ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ওয়ানাডের প্রস্তুতি শিবিরে যোগ দেননি স্যামসন। তাই তাকে বিজয় হাজারে ট্রফির স্কোয়াডে রাখা হয়নি।
এদিকে স্যামসন ছাড়াও অভিজ্ঞ তারকা সচিন বাবিও স্কোয়াডে নেই। মুস্তাক আলির মঞ্চে চোট পান তিনি। চোট সারতে এখনও কয়েকদিন সময় লাগবে তার। তাই তাকে নিয়ে পরে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। অভিজ্ঞ এই দুই তারকার অনুপস্থিতিতে বিজয় হাজারে ট্রফিতে ব্যাটার সলমন নিজার কেরালাকে নেতৃত্ব দেবেন।
এর আগে, ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে নাম ছিল স্যামসনের। পরে কৃষ্ণগিরি স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন দলটির ক্রিকেটাররা। এরপর ১৯ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়া হয়। ক্যাম্পে যোগ না দেওয়ায় সাঞ্জুকে ছাড়াই ঘোষণা করা হয়
বিজয় হাজারে ট্রফির জন্য কেরালার স্কোয়াড: সলমন নিজার (ক্যাপ্টেন), রোহন কুন্নুমাল, শন রজার, মোহাম্মদ আজহারউদ্দিন (উইকেটকিপার), আনন্দ কৃষ্ণন, কৃষ্ণ প্রসাদ, আহমেদ ইমরান, জলজ সাক্সেনা, অদিত্য সারওয়াটে, সিজমন জোসেফ, বাসিল থাম্পি, বাসিল এনপি, নিধীশ এমডি, ইডেন অ্যাপেল টম, সরাফউদ্দিন, অখিল স্কারিয়া, বিশ্বেশ্বর সুরেশ, বৈশাক চন্দ্রন ও আজনাস এম (উইকেটকিপার)।