অস্ট্রেলিয়া সফরের মাঝেই ৩ ক্রিকেটারকে দেশে ফেরাচ্ছে ভারত, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম
-675ea6d5b684c.png)
ছবি: সংগৃহীত
বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই তিন ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে তারা কেউই মূল স্কোয়াডের না, রিজার্ভ তিন বোলারকে দেশে পাঠাচ্ছে ম্যান ইন ব্লুরা।
পাঁচ ম্যাচের লম্বা সিরিজে ইনজুরির সম্ভাবনা বিবেচনায় মূল স্কোয়াডের সঙ্গে তিনজন রিজার্ভ পেসারকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল টিম ইন্ডিয়ার জাতীয় নির্বাচকরা। মূলত অতীত অভিজ্ঞা থেকেই মুকেশ কুমার, নবদীপ সাইনি ও খলিল আহমেদকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে অস্ট্রেলিয়ায় পাঠায় বিসিসিআই। তবে পার্থের নেটে খলিলকে স্বাচ্ছন্দে দেখা যায়নি। ফলে তার বদলে যশ দয়ালকে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় জুড়ে দেওয়া হয়।
অন্যদিকে বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে থেকেই অস্ট্রেলিয়ায় রয়েছেন মুকেশ। 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট সিরিজে মাঠে নেমেছিলেন তিনি। পরে সিনিয়র স্কোয়াডের সঙ্গে যোগ দেন। এ ছাড়া অজি যুবাদের বিপক্ষে একটি বেসরকারি টেস্টে মাঠে নেমেছিলেন সাইনি। এরপর থেকে নেট বোলারের ভূমিকা পালন করছেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে ইতোমধ্যেই দুটি টেস্ট খেলে ফেলেছে ম্যান ইন ব্লুরা। ব্রিসবেনের তৃতীয় টেস্টের পর বক্সিং-ডে টেস্ট ও নিউ-ইয়ার টেস্ট খেলবে দল দুটি। ভারতের হাতে বুমরাহ-সিরাজ-আকাশ ছাড়াও হার্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণার মতো বাড়তি দুই পেসার রয়েছেন। তাই রিজার্ভ বোলারদের আর প্রয়োজন হবে না ভেবেই এই সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
জাতীয় নির্বাচকদের দাবি, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামলে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের আরো পরিণত করার সুযোগ পাবেন মুকেশরা। সেই কারণেই তিন রিজার্ভ পেসারকে ছেড়ে দেয় টিম ইন্ডিয়া। আগামী ২১ ডিসেম্বর থেকে জাতীয় ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি শুরু হবে।