পাকিস্তানকে গুঁড়িয়ে বিশাল জয় ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম
-675ea16488c12.png)
ছবি: সংগৃহীত
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে রীতিমত নাস্তানাবুদ করেছে ভারত। ৭৩ বল হাতে রেখেই পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া।
রবিবার (১৫ ডিসেম্বর) কুয়ালামপুরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৬৭ রান তোলে পাকিস্তান। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে মাত্র ৪৭ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
টিম ইন্ডিয়ার হয়ে ২৯ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন জি কামিলইনি। এ ছাড়া ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন সোনিকা চালকে।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমত ভরাডুবির মুখে পড়ে পাকিস্তান। তবে জোড়া উইকেট হারালেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিল দলটি। কিন্তু রান তুলতে পারছিল না তারা। এতে উইকেট না হারালেও একরকম চাপে ছিল পাকিস্তান।
এরপর ইনিংসের অষ্টম ওভারে অনিসকে (১৪) আউট করে দেন সোনম। এরপর আসা-যাওয়ার মিছিলে থাকেন পাকিস্তানি ব্যাটাররা। ৭ দশমিক ৫ ওভারে এক উইকেটে ২৯ রান থেকে ১৮ দশমিক ৩ ওভারে ৭ উইকেটে ৫৮ রানে পৌঁছায় পাকিস্তান। শেষপর্যন্ত ৬৭ রানে থমকে যায় দলটি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ২৪ রান করেন কমল খান। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ১১ রান করেন ফতিমা
৬৮ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান তৃষা। তবে এরপর আর বিপদ হতে দেননি কামিলইনি এবং সোনিকা। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।