বিপিএলে চমক দেখিয়ে সুন্দরী মডেল নিয়োগ চট্টগ্রামের, জানা গেল কারণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম
-675e799e6b7b4.png)
ছবি: সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এই টুর্নামেন্ট। এবার বিপিএলের ১১তম আসরে নতুন মাত্রা যোগ করেছে চিটাগাং কিংস। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম দলে একজন অফিসিয়াল উপস্থাপক যোগ দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। তারা জানিয়েছে, কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের অফিসিয়াল হোস্ট (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে এক ভিডিও বার্তায় ইয়েশা সাগর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমি চিটাগাং কিংসে যোগ দিতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিপিএলে কিংসদের জার্নির সব অ্যাকশন, থ্রিল এবং স্মরণীয় মুহূর্ত তুলে ধরতে আমি প্রস্তুত।’
এর আগে, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার আসরে সঞ্চালক হিসেবে কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ইয়েশা। কানাডার নাগরিক হলেও ভারতের পাঞ্জাবে শিকড় ইয়েশার। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেওয়া এই গ্ল্যামার ব্যক্তিত্ব ভারত থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন। এ ছাড়া ২০২৩ সালে পাঞ্জাবি সিনেমা ‘ইয়ারান দা রুতবা’য় অভিনয় করেন তিনি।