গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম
-6759391ebc68d.png)
মাহমুদউল্লাহ রিয়াদ, ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলকে সরিয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ২ চার ও ৪ ছক্কায় ৯২ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রিয়াদ। এই ইনিংস খেলার পথে ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। এতদিন ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গেইল।
ওয়ার্নার পার্কে ৫ ম্যাচের ৫ ইনিংসে ৩ বার অপরাজিত থেকে ৪ হাফ-সেঞ্চুরিতে ১২৮ দশমিক ৫০ গড়ে ২৫৭ রান করেছেন মাহমুদউল্লাহ। ৮ ম্যাচের ৮ ইনিংসে দুটি হাফ-সেঞ্চুরিতে ৩১ গড়ে ২৪৮ রান গেইলের।
এই তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৫ ম্যাচের ৫ ইনিংসে একবার অপরাজিত থেকে দুটি হাফ-সেঞ্চুরিতে ৬০ দশমিক ২৫ গড়ে ২৪১ রান করেছেন ক্লার্ক।
ওয়ার্নার পার্কে পাঁচ ওয়ানডে ইনিংসে মাহমুদুল্লাহর স্কোর- ৫১*, ২৭, ৬৭*, ৫০* (চলতি সিরিজের প্রথম ওয়ানডে) ও ৬২।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ ওয়ানডেতে ৪টি অর্ধশতকে সর্বমোট ৪২৩ রান করেছেন ৩৮ বছর বয়সী রিয়াদ।