×

খেলা

দেশে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, জেনে নিন কখন কোথায় দেখা যাবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

দেশে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, জেনে নিন কখন কোথায় দেখা যাবে

ছবি: সংগৃহীত

   

দিনক্ষণ ঘনিয়ে এলেও এখনও অনিশ্চয়তায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন। ভারত, পাকিস্তানে খেলতে যেতে না চাওয়াতেই মূল বিপত্তি বেঁধেছে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবে ভিন্ন আরেক প্রস্তাব দিয়েছে পাকিস্তানও। শঙ্কা না কাটায় এখনও টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়নি। তবে চলমান আছে ট্রফি ট্যুর।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চারদিনের সফরে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে এসেছে। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’র তত্ত্বাবধানে এই বিশ্বভ্রমণ পর্ব চলছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এটি।

বিসিবি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি কক্সবাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে লাবনী পয়েন্টের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হবে। ওইদিনই ট্রফি ঢাকায় ফিরবে। পরদিন (১২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রান ৮টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে ট্রফিটি রাখা হবে। 

সবশেষ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফিটি। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রদর্শিত হবে এটি। যেখানে জাতীয় পুরুষ ও নারী দলের খেলোয়াড়, সাবেক ক্রিকেটার, কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ থেকে একে একে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত এবং সবশেষে ফের আয়োজক দেশ পাকিস্তানে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারও ৮ দল অংশ নেবে। সেসব দেশেই ট্রফিটি একবার করে ঘুরিয়ে নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App