এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
২৪ দল নিয়ে সৌদি আরবের মাটিতে ২০২৭ এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। এর আগে, টুর্নামেন্টের মূলপর্বে উত্তীর্ণ হতে বাংলাদেশকে বাছাইপর্বে মাঠে নামতে হবে। সোমবার (৯ ডিসেম্বর) সেই বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর কুয়ালালামপুরে অনুষ্ঠিত সেই ড্র’য়ে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য তিন দল হলো- ভারত, হংকং ও সিঙ্গাপুর।
মোট ৬ গ্রুপে ভাগ হয়ে ২৪টি দল খেলবে। প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে প্রতিটি দল। ৬ ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
১৯৮০ সালের পর কখনোই এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারেনি বাংলাদেশ। এবার ভারত ও অন্য দলকে টপকে মূল পর্বে জায়গা করে নেওয়া আরো বেশ কঠিন হয়ে পড়বে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।
২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপিং
গ্রুপ-‘এ’: তাজিকিস্তান, ফিলিপাইন, মালদ্বীপ, তিমোর-লেসথে।
গ্রুপ-‘বি’: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনেই।
গ্রুপ-‘সি’: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ।
গ্রুপ-‘ডি’: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চীনা তাইপে, শ্রীলঙ্কা।
গ্রুপ-‘ই’: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান।
গ্রুপ–‘এফ’: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।