×

খেলা

১৩ বছরের বৈভব এবার বাংলাদেশের পথের কাঁটা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

১৩ বছরের বৈভব এবার বাংলাদেশের পথের কাঁটা

ছবি: সংগৃহীত

   

বৈভব সূর্যবংশী—গেল কয়েকদিন ধরেই ক্রিকেটপাড়ায় আলোচিত এক নাম। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে ৪৯টি সেঞ্চুরি করেছেন। আর মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে আলোচনার পারদ আরো বাড়িয়েছেন। সেই লিটন ম্যাজিশিয়ানই যুব এশিয়া কাপে ভারতীয় দলে খেলছেন। এই কিশোর যেভাবে খেলছেন, তাতে আলোচনাটা মোটেই বাড়াবাড়ি না, সেটাই প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের যুবাদের এবার এই বৈভব বাধা কাটিয়ে শিরোপার স্বপ্ন বুনতে হবে।

এশিয়া কাপে যে অনেক বেশি রান করেছেন বৈভব, তেমনটা না; ৪ ম্যাচে তার রান ১৬৭। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৭ নম্বরে রয়েছেন। তবে বাঁ-হাতি এই ওপেনারের স্ট্রাইক রেট বলছে ভিন্ন কথা। খেলার কারিশমা দেখে বুঝার উপায় নেই, তিনি আসলে টি-টোয়েন্টি নাকি ৫০ ওভারের ম্যাচ খেলছেন। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। ৬ চারের সঙ্গে ৫ ছক্কাও হাঁকিয়েছেন।

লঙ্কানদের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারেই ২২ রান তুলেন। এর আগের ম্যাচে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ৭৬ রান করেছিলেন। সেদিন ৬টি ছক্কা মেরেছেন। সব মিলিয়ে স্ট্রাইক রেট ১৪৬, যা কি-না টুর্নামেন্ট সর্বোচ্চ।

এদিকে ম্যান ইন ব্লুদের আরেক ওপেনার আয়ুশ মাত্রেও বেশ ভয়ঙ্কর। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ১৪৩ স্ট্রাইক রেটে দান্ডব দেখিয়েছেন তিনি। সহজ করে বললে, শিরোপা উৎসব করতে এই দুই ওপেনারকে দ্রুত ফেরাতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশ দলের পেসারদেরও অবশ্য সেই সামর্থ্য রয়েছে। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক লাল-সবুজের দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন। ১০টি করে উইকেট নিয়েছেন তারা। অন্যদিকে ব্যাট হাতেও ছন্দে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর নেপালের বিপক্ষেও অপরাজিত ফিফটি করেন তিনি।

সেমিফাইনালে ৩৯ বলে ৫০ ছোঁয়া তামিম শেষ পর্যন্ত ৪২ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন। ৪ ম্যাচে ২২৪ রান করেছেন। তবে স্ট্রাইক রেট টিপিক্যাল ওয়ানডে ক্রিকেটারদের মতই। লাল-সবুজের দ্বিতীয় সর্বোচ্চ রান কালাম সিদ্দিকী। ৪ ম্যাচে তার রান ১৬১। কিন্তু স্ট্রাইক রেট মাত্র ৬১।

এদিকে পাকিস্তানের সঙ্গে একবার যৌথ চ্যাম্পিয়নসহ টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে একবার করে শিরোপা জিতেছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগার যুবারা। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এখন দেখার বিষয়, শিরোপার সংখ্যাটা বাংলাদেশ এবার বাড়াতে পারে কি না!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App