×

খেলা

সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম

সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য

ছবি: সংগৃহীত

   

আগের দিন সিলেটে ছোটখাটো রানের এক উৎসব দেখা গিয়েছিল। স্বাগতিকদের বোলারদের ভালোই শাসন করেছিলেন আইরিশরা। এবার দ্বিতীয় ম্যাচে দ্যুতি ছড়িয়েছে বাংলাদেশের বোলাররা। ফলে সিরিজে ফেরার ম্যাচে তুলনামূলক সহজ লক্ষ্য পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছে আইরিশরা। দলের হয়ে ৪ চারে সবোর্চ্চ ৩৫ রান করেন লরা ডেলানি।

ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি আয়ারল্যান্ডের। ওভারপ্রতি ৬ রান করে তুলছিলেন দুই ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। 

খানিকটা ধীরগতির ছিলেন গ্যাবি। ১৪ রান করতে গিয়ে অনেকটা ডটবল খেলেছিলেন। তবে গিয়ারে পরিবর্তন আনতে গিয়েই নাহিদা আক্তারের বলে সাজঘরে ফেরেন এই ওপেনার। দিলারার দুর্দান্ত রিফ্লেক্সে সাজঘরে ফেরেন আইরিশ অধিনায়ক।

কিছুক্ষণ পর অ্যামি হান্টারও প্যাভিলিয়নের পথ ধরেন। ২৩ বলে ২৩ রান করে ফেরেন এই ওপেনার। 

তিনে নেমে ওরালা প্রেন্ডারগাস্ট বিপর্যয় কাটানোর চেষ্টা করেছিলেন। তবে ২৫ বলে ৩২ রানের বেশি করতে পারেননি এই আইরিশ ব্যাটার।

এরপর ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ইনিংসের ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ হয়ে ফেরেন ১৬ রান করা পল।

শেষদিকে ডেলানি ৩৫ রানে ফিরলে রাহ ফোর্বসের ৪ এবং স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ১৩৪ রানের পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। 

টাইগ্রেসদের হয়ে ৪ ওভারে ২০ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। এ ছাড়া একটি করে উইকেট নেন জান্নাতুল ফেরদৌস, ফাহিমা এবং জাহানারা আলম। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App