জয় শাহের বিকল্প খুঁজে নিলো এসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

জয় শাহ, ছবি: সংগৃহীত
গেল ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। এজন্য এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) সভাপতির পদ ছেড়ে দিতে হয়েছিল তাকে। জয় শাহের বিকল্প হিসেবে এসিসির নতুন সভাপতি কে হবেন, তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল।
শুক্রবার (৬ ডিসেম্বর) সব জল্পনা-কল্পনার ইতি টেনে এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) চেয়ারম্যান হিসেবে শ্রীলঙ্কার শাম্মি সিলভাকে নিয়োগ দেয় হয়। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি।
এর আগে, এসিসিতে অর্থ এবং বিপণন দফতরের চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন সিলভা।
নতুন দায়িত্ব গ্রহণের পর সিলভা বলেন, এএসসি-কে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। ক্রিকেট এশিয়ার হৃদস্পন্দন এবং এর উন্নতির জন্য আমি সব সদস্য দেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চাই।
সিলভা আরো বলেন, জয় শাহের নেতৃত্বে এসিসি অনেক মাইলফলক তৈরি করেছে। ২০২৪-৩১ এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব সর্বোচ্চ দামে বিক্রি করা হয়েছে এবং প্রতিযোগিতার গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধিতে নতুন উদ্ভাবন দেখা গেছে
অপরদিকে, এমন সময়ে সিলভা এসিসির দায়িত্ব নিয়েছেন, যখন এশিয়া কাপের আগে যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। এশিয়াকে আন্তর্জাতিক ক্রিকেটে আরো শক্তিশালী করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাকে।