আগুন ঝরানো বোলিংয়ের পর যা বললেন রানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম

নাহিদ রানা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন নাহিদ রানা। ফাইফার নিয়েছেন এই পেসার। তার তোপে ক্রিজে দাঁড়াতেই পারিনি ক্যারিবিয়ান ব্যাটাররা। ফলে, কিংস্টন টেস্টে চালকের আসনে বসেছে বাংলাদেশ। সফরকারীদের ১৬৪ রানের জবাবে ১৪৬ রানে গুটিয়ে গেছে ক্যারিবিয়ানরা।
ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার পর বিসিবির প্রকাশিত ভিডিওতে ক্যামেরার সামনে এসেছিলেন রানা। সেখানেই নিজের বোলিং নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন।
রানা বলছিলেন, ‘প্রথমে শুকরিয়া আদায় করতে চায়, আলহামদুলিল্লাহ ৫ উইকেট পেয়েছি এজন্য। বেশি কিছু ট্রাই করিনি, জাস্ট চেষ্টা করেছি, ব্যাটারকে রুম (সুযোগ) না দেওয়ার। কোন অবস্থাতে কোন ব্যাটারকে কিভাবে বোলিং করা যায়, সেটা চেষ্টা করেছি।’
দলের অবস্থা নিয়ে নাহিদের ভাষ্য, ‘অবশ্য এখন আমরা একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি টোটাল একটা ২৫০-এর উপরে যেতে পারি। চার নম্বর দিনে ব্যাটিং করা কঠিন হবে। উইকেটটা একটু অন্যরকম বাউন্স থাকবে, স্পিনারদের জন্য টার্ন থাকবে। সো ভালো কিছু আমরা একটা আশা করছি।’
তিনি যোগ করেন, ‘আমার কাছে মনে হয় এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে একটু লাইনে বোলিং করে ব্যাটসম্যান কে রুম না দিয়ে বল করলে ভালো হয়। এখানে অনেক কিছু ট্রাই না করে লাইন অনুযায়ী বোলিং করা উচিত।’