×

খেলা

বিপিএলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান ফারুক আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

বিপিএলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান ফারুক আহমেদ

ছবি: সংগৃহীত

   

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। এ উপলক্ষে রবিবার (১ ডিসেম্বর) বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলকে বৈশ্বিকভাবে আরো গ্রহণযোগ্য করতে এই উদ্যোগ নিয়েছে বিসিবি। সবমিলিয়ে এবারের বিপিএলকে অন্য যেকোনো আসরের চেয়ে আকর্ষণীয় করে তোলার চেষ্টা দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির। এ প্রসঙ্গে ফারুক আহমেদের দাবি, বিপিএলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় বিসিবি।

বিসিবি বস বলেন, মাঠের বিপিএল আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। তারুণ্যকে সম্পৃক্ত করতে চাচ্ছি। সেদিক থেকে বিবেচনা করলে, বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, যা আগে কখনো হয়নি। শুরু হলো, আশা করি সমাপ্তি সুন্দরভাবেই হবে।

ফারুক বলেন, এটা প্রধান উপদেষ্টার অফিস থেকে করা হয়েছে। খেলা চলাকালে বিদেশ থেকে ২-১ জন সম্মানিত অতিথি আসবেন।

নারী বিপিএল নিয়ে ফারুক বলেন, চমৎকার একটা আইডিয়া। এই বোর্ড নারী ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমরা অনূর্ধ্ব-১৯ শুরু করেছি। চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা আরো কত বাড়ানো যায়। দেখতে হবে, বিপিএল করার সক্ষমতা তৈরি হয়েছে কি না। চেষ্টা করতে পারি, তারপর দেখা যাবে কী হয়।

বিসিবি সভাপতি আরো বলেন, তবে আমরা ছেলেদের বিপিএলকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই। যদিও আমি আসার পর এটা প্রথম বিপিএল, এই পরিচালনা পর্ষদের অধীনে শেষ বিপিএল। পরের বছর আমি থাকি বা যে-ই থাকুক, আশা করব পরের বিপিএলে যেন বড় ফ্র্যাঞ্চাইজিরা থাকে, লম্বা সময়ের জন্য হয়। প্রতি বছর ২-৩টা নতুন দল কোনো টুর্নামেন্টের জন্য ভালো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App