আমি কী ভুল করেছি—সমালোচকদের প্রশ্ন পৃথ্বীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম

পৃথ্বী শ, ছবি: সংগৃহীত
বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে দ্রুতই জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। আবার হারিয়েও গেলেন দ্রুতই। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও দল পাননি এবার। সবমিলিয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন পৃথ্বী শ।
এক সময়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিয়মিত খেলেছেন পৃথ্বী। দলের অন্যতম সেরা ক্রিকেটারও ছিলেন তিনি। কিন্তু এবার তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এর পেছনে অন্যতম কারণ তার বাজে ফর্ম। আইপিএলে দল না পাওয়ায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ট্রল করছেন ক্রিকেট ভক্তরা।
এ নিয়ে পৃথ্বী বলেছেন, ‘মানুষ যদি আমাকে নিয়ে মিম বানায়, তা আমিও দেখি। আমার মাঝেমধ্যে খারাপ লাগে। অনেক সময় মনে হয়, এটা ঠিক হয়নি, তার এভাবে বলা ঠিক হয়নি। যখনই আমাকে সবার সামনে দেখে, মানুষ আমাকে বলতে শুরু করে পৃথ্বী কী করছে, তার অনুশীলন করা উচিত। আর আমি ভাবছিলাম, আজ তো আমার জন্মদিন। আমি ভাবছিলাম, আমি কী ভুল করেছিলাম।’
আইপিএলে ৭৯টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। তাতে ২৩ গড়ে এক হাজার ৮৯২ রান করেছেন তিনি। পরিসংখ্যান বিবেচনায় খুব একটা খারাপ না। তাই তার দল না পাওয়ায় ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও হতাশ হয়েছেন।
তিনি বলছেন, ‘এমন অনেক ক্রিকেটার আছে, যারা এত সুযোগ পায় না। কিন্তু ও (পৃথ্বী) অনেক সুযোগ পেয়েছে। আইপিএলের কোনো দল তাকে কেনেনি, এটা লজ্জাজনক। মাত্র ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যেও কেউ ডাকেনি। এখন তার মূল জায়গায় ফিরতে হবে, ঘরোয়া ক্রিকেটে রান করে নির্বাচিত হতে হবে। সরফরাজ খান এর বড় উদাহরণ।’