মোস্তাফিজদের নিলামের আগে কোন দলের ঝুলিতে কত টাকা বাকি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম পর্বে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। এবারের আইপিএল নিলামে লাল-সবুজের ১২ জন আছেন। তাদের সবাইকেই অ্যাক্সিলারেটেড নিলাম বা দ্রুতগতির নিলামে থাকতে হচ্ছে।
দ্রুততর নিলামপ্রক্রিয়ায় দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে ১১৮ থেকে ৫৭৭ নম্বরের মধ্যে পছন্দের নামগুলো নিলামের সঞ্চালকের কাছে জমা দেবেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। সেই নামগুলো ডাকতে থাকবেন সঞ্চালক। নিলাম প্রক্রিয়া সেভাবেই এগুবে।
অর্থাৎ আইপিএলের একটি দলও যদি বাংলাদেশের কোনো তারকাকে নেওয়ার জন্য আগ্রহী হয়, তবেই নিলামের মঞ্চে তাদের দেখা যাবে। এরই মধ্যে নির্ধারিত ১১৭ জন ক্রিকেটারকে নিয়ে নিলাম হয়েছে। দলগুলোও প্রায় গুছিয়ে উঠেছে। এখন কোন কোন ক্রিকেটারকে নিলামে তারা চাইছে, তাদের বেছে নেওয়া হবে। শুধু তাদের নিয়েই এবার নিলাম হবে।
দেখা যাক, বাংলাদেশের খেলোয়াড়দের সম্ভাব্যতায় থাকা দ্রুতগতির নিলামের আগে কোন দলের ঝুলিতে কত রুপি এখনো বাকি।
চেন্নাই সুপার কিংস: ১৩.২ কোটি
দিল্লি ক্যাপিটালস: ৩.৮ কোটি
গুজরাট টাইটান্স: ১১.৯ কোটি
কলকাতা নাইট রাইডার্স: ৮.৫৫ কোটি
লখনৌ সুপার জায়ান্টস: ৬.৮৫ কোটি
মুম্বাই ইন্ডিয়ান্স: ১১.০৫ কোটি
পাঞ্জাব কিংস: ১০.৯ কোটি
রাজস্থান রয়্যালস: ৬.৬৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৪.১৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ: ৫.১৫ কোটি