×

খেলা

রাচিন-কনওয়েকে ধরে রাখল চেন্নাই, মোস্তাফিজের কী হবে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

রাচিন-কনওয়েকে ধরে রাখল চেন্নাই, মোস্তাফিজের কী হবে?

ছবি: সংগৃহীত

   

চেন্নাই সুপার কিংসের রিটেইন লিস্টে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের নাম ছিল না। তবে গুঞ্জন ছিল,  নিলাম থেকে তাদের দলে টানবে চেন্নাই। সেটাই গুঞ্জন সত্যি হলো। ঘরের ছেলেদের ঘরেই ফেরাল এম এস ধোনির দল।

৪ কোটি রুপিতে রাচিনকে কিনেছে চেন্নাই সুপার কিংস। আর উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়েকে পেতে ৬ কোটি ২৫ কোটি রুপি খরচ হয়েছে তাদের।

এদিকে গুঞ্জন রয়েছে, টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখতে পারে চেন্নাই। নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তবে মেগা নিলামে এখনও ফিজের নাম উঠেনি। আগামী সোমবার (২৫ নভেম্বর) তার নাম উঠতে পারে।

দু’দিনব্যাপী এই নিলামে মোট ৫৭৪ জন ক্রিকেটারকে তোলা হবে। চূড়ান্ত তালিকায় ভারতের ৩৬৬ জন এবং বিদেশি ক্রিকেটার আছে ২০৮ জন। এর মধ্যে বাংলাদেশের ১২ জন ক্রিকেটারও আছেন। এ ছাড়া বিদেশিদের মধ্যে আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে ৩ জন আছেন।

সর্বশেষ আসরে চেন্নাইয়ে ছিলেন দ্য ফিজ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নেন তিনি। 

এর আগে, সানরাইজার্সের হয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০১৬ সালে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App