এবার নিলামে ইতিহাস গড়লেন চাহাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে রীতিমত ইতিহাস গড়ার মিশনে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে শিরোপাজয়ী শ্রেয়াস আইয়ার ও পরে ঋষভ পান্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব নিজেদের করে নেন।
অন্যদিকে মেগা নিলামে ডেভিড ওয়ার্নার দল পাননি। ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার। দল পাননি ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কালও।
এদিকে নিলামে সবচেয়ে দামি ভারতীয় বোলার হিসেবে রেকর্ড গড়েছিলেন আর্শদীপ সিং। ১৮ কোটিতে তাকে টেনেছে পাঞ্জাব কিংস। তবে তার সে কীর্তিতে ভাগ বসিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সমান ১৮ কোটিতেই পাঞ্জাবে আর্শদীপের সঙ্গী হন এই লেগি। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় স্পিনারের কীর্তিও চাহালের।
জস বাটলার, কে এল রাহুলদের নিয়েও নিলামে লড়াই হওয়ার কথা ছিল। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নেয় গুজরাট টাইটান্স। অন্যদিকে ১৪ কোটিতেই রাহুলকে পেয়ে যায় দিল্লি।