আইপিএল নিলামে যে ১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠছে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় রবিবার ও সোমবার আইপিএল নিলামে উঠতে যাচ্ছে ক্রিকেটার কেনাবেচার ঝড়। নিলামে কাকে নিয়ে কাড়াকাড়ি লাগে, কার দাম কত ওঠে, ক্লাবগুলো কেমন দল গড়ছে– এসবে নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের ভক্তরা তাকিয়ে থাকবেন মুস্তাফিজ-তাসকিন-সাকিবদের দিকে।
আরো পড়ুন: উইন্ডিজ সফরে অনিশ্চিত মুশফিক
এবারের মেগা নিলামে সর্বমোট ১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। যাদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ১ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের। এছাড়া রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি, হাসান মুরাদ ও পেসার নাহিদ রানার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি।