×

খেলা

আইপিএলে নিজের দাম জানতে চেয়েছেন পান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

আইপিএলে নিজের দাম জানতে চেয়েছেন পান্ত

ঋষভ পান্ত, ছবি: সংগৃহীত

   

অভিষেকের পর থেকে আর কখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে উঠেননি ঋষভ পান্ত। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল। অবশেষে ছেদ পড়েছে সেই সম্পর্কে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১৮তম আসরের আগে তাকে ছেড়ে দিয়েছে দিল্লি। এবার নিলামে পান্তের নাম দেখা যাবে। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত পান্ত।

২০১৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজরে এসেছিলেন পান্ত। সেবারই তাকে দলে ভেড়ায় দিল্লি। এরপর থেকে এই দলের সঙ্গেই ছিলেন তিনি। এবার তাকে ছেড়ে দিয়েছে দিল্লি। সম্প্রতি এক্সে এক পোস্টে নিলামে তার দাম কত হতে পারে, তা জানতে চেয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন—‘নিলামে যদি আমার নাম ওঠে, আমি কি বিক্রি হব, হলে কত মূল্যে?’

পারফরম্যান্স আর ফর্ম বিবেচনায় নিশ্চিতভাবে দল পাচ্ছেন তিনি। এমনকি সবচেয়ে বেশি দামে বিক্রিত ক্রিকেটারদের তালিকায় উপরেই থাকবেন, এই উইকেটকিপার ব্যাটার।

এদিকে আইপিএল নিলামের রেকর্ড দাম হাঁকাতে যাচ্ছেন পান্ত, এমনটাই দাবি সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার।

এ নিয়ে জিও সিনেমাতে উথাপ্পা বলেন, ‘আমার মনে হয় ঋষভ পান্তকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। অবশ্যই একটি বিশাল অঙ্কের টাকা পাবেন এবং এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড় হয়ে উঠবেন। পান্তকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে। কারণ, আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে এবং আরসিবিও তাকে নেতৃত্বের ভূমিকায় এবং একজন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে কিনতে চাইবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App