আইপিএলের মেগা নিলামে কোন দল, কত খরচ করতে পারবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

ছবি: সংগৃহীত
আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। এই মেগা নিলামে ৫৭৪ জন ক্রিকেটারের নাম উঠবে। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটির মেগা নিলামে বিদেশিদের তালিকায় ১২ জন বাংলাদেশিও আছেন।
আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ পাচ্ছে। যদিও নিলামের আগেই দল তৈরিতে নেমে পড়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। ১০ দলের কেউ কেউ ছয়জন ক্রিকেটার, আবার কেউ দু’জনকে ধরে রেখেছে।
গেল আসরের চ্যাম্পিয়ন কলকাতা তাদের অধিনায়ক শ্রেয়াস আয়ারকেই ছেড়ে দিয়েছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স আবার অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রিটেইন করেছে। তবে রিটেনশনে কোন দল কত টাকা খরচ করল? আর নিলামেই-বা কত টাকা নিয়ে নামবে? চলুন একনজরে দেখে নেই:
পাঞ্জাব কিংস: ১১০ দশমিক ৫ কোটি খরচ করতে পারবে। রিটেইন করতে ৯ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছে পাঞ্জাব।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। সবমিলিয়ে মোট ৩৭ কোটি টাকা খরচ করেছে দলটি। নিলামে ৮৩ কোটি টাকা খরচ করতে পারবে।
দিল্লি ক্যাপিটালস: চার ক্রিকেটারকে ধরে রেখেছে দিল্লি। তবে গত আসরের অধিনায়ক ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ৭৩ কোটি টাকা খরচ করতে পারবে তারা। চার জন ক্রিকেটারকে ধরে রাখতে দিল্লির ৪৭ কোটি টাকা খরচ হয়েছে।
লখনৌ সুপার জায়ান্টস: লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে লখনৌ। এরপরও পাঁচজনকে ধরে রেখেছে তারা। এতে তাদের ৫১ কোটি টাকা খরচ হয়েছে। নিলামে ৬৯ কোটি টাকা খরচ করতে পারবে।
গুজরাট টাইটান্স: অধিনায়ক শুভমান গিলকে রেখে দিয়েছে গুজরাট। তবে আফগান অলরাউন্ডার রশিদ খানকে রাখেনি দলটি। সবমিলিয়ে মোট ৫১ কোটি টাকা খরচ করেছে তারা। মেগা নিলামে ৬৯ কোটি টাকা খরচ করতে পারবে।
চেন্নাই সুপার কিংস: পাঁচ জনকে ধরে রেখেছে চেন্নাই। সেই তালিকায় মহেন্দ্র সিং ধোনিও আছেন। তারা ৫৫ কোটি টাকা খরচ করতে পারবে।
কলকাতা নাইট রাইডার্স: ৬ ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা। মোট খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। আর ৫১ কোটি টাকা খরচ করতে পারবে কেকেআর।
সানরাইজার্স হায়দরাবাদ: পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। তাদের মোট খরচ ৭৫ কোটি টাকা। এ ছাড়া নিলামে ৪৫ কোটি টাকা খরচের সুযোগ আছে দলটির।
মুম্বাই ইন্ডিয়ান্স: পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বাই। গতবার আইপিএলে শেষ দল ছিল তারা। ৪৫ কোটি টাকা খরচ করতে পারবে তারা।
রাজস্থান রয়্যালস: ৬ ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান। এই তালিকায় সাঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়ালও আছেন। মোট খরচ করেছে ৭৯ কোটি টাকা। আর খরচ করতে পারবে ৪১ কোটি টাকা।