×

খেলা

ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসন

শাস্তির কবলে পড়ছেন মেসি, হতে পারেন নিষিদ্ধও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

শাস্তির কবলে পড়ছেন মেসি, হতে পারেন নিষিদ্ধও

ছবি: সংগৃহীত

   

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। এমন ম্যাচে মাঠেই রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর জেরে রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলারের ওপর এবার শাস্তির খড়গ নেমে আসতে পারে। জাতীয় দলের হয়ে সাময়িক নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচের ৩৩তম মিনিটে ফাউলের জন্য হলুদ কার্ড দেখেছিলেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। তবে অতীত থেকে শিক্ষা নেননি তিনি। ঠিক ৪ মিনিট পর আবারো ফাউল। এবারের ফাউলের শিকার হন মেসি। তবে আর্জেন্টিনার ফুটবলারদের জোরালো দাবির পরও আলদেরেতেকে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি। বিষয়টি মেসির কাছে মোটেই ভালো লাগেনি। বিরতির সময় মাঠেই রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন মেসি। ম্যাচ শেষে কোচ স্কালোনির কণ্ঠেও ক্ষোভ ঝড়েছে।

এদিকে ব্রাজিলিয়ান রেফারিকে মেসি কী বলেছিলেন, সেটা তৎক্ষণাৎ জানা না গেলেও এবার বিস্তারিত জানিয়েছে এসবিএস স্পোর্ট। সেই সময় রেফারিকে মেসি বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত জানিয়েছে, এ ঘটনায় শাস্তি হতে পারে মেসির, এমনকি নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন।

অন্যদিকে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও রেফারিকে কাঠগড়ায় তুলেছিলেন। এ নিয়ে স্কালোনি বলেন, ‘অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

উল্লেখ্য, ২০১৪ সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হন দারোঙ্কা। ২০১৮ বিশ্বকাপের রেফারিদের তালিকায় তাকে রেখেছিল ফিফা। আর ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে-ইকুয়েডর ১০ম রাউন্ডের ম্যাচেও বিতর্কিত রেফারিং করেছিলেন দারোঙ্কো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App