আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় যে ১২ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩০ এএম

ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা নিলাম আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শর্টলিস্টে থাকা ক্রিকেটারদের নাম জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
২০২৫ আইপিএলের মেগা নিলামে ৫৭৪ জন ক্রিকেটারের নাম উঠবে। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বিদেশিদের তালিকায় ১২ জন বাংলাদেশিও আছেন। এই তালিকায় লাল-সবুজের দুই পুরনো মুখ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আছেন। এ ছাড়া রিশাদ হোসেন, নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটারও রয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ফিজের, ২ কোটি রুপি। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের ভিত্তিমূল্য এক কোটি রুপি থাকছে। বাকিদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
আইপিএলের ১০টি ফ্রাঞ্চাইজি নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ পাচ্ছে।
প্রতি ৩ বা ৪ বছর পরপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এবার অবশ্য দুই বছর পর হচ্ছে। বড় পরিসরের আগের চারটি (২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২) নিলাম ভারতেই হয়েছিল। আর গত বছর দুবাইতে মিনি নিলাম হয়েছিল।
আইপিএল নিলামের শর্টলিস্টে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা: মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।