ভারতের কাছে ব্যাখ্যা চাইলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল কয়েকদিনে বড় দুটি পদক্ষেপ নিয়েছে তারা। যদিও দুটিই পাকিস্তানের পক্ষে গেছে। ক্রীড়াপ্রেমীদের ধারণা, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে দ্য গ্রিন ম্যানদের মাটিতে বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনে চূড়ান্ত চেষ্টা চালাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
এরই মধ্যে গেল বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমো প্রকাশ করেছে আইসিসি। যেখানে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম রয়েছে। এ ছাড়া বৃহস্পতিবারই বিসিসিআইকে চিঠি দিয়েছে আইসিসি। যেখানে ম্যান ইন ব্লু'রা কেন, পাকিস্তানে যেতে আগ্রহী না, সেটার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
তবে এর মধ্যেও একটি শঙ্কা জেগেছে। মূলত ৮ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। তবে ভারত নিজেদের অবস্থান পরিষ্কার করেছে, তারা পাকিস্তানে যাবে না বলে জানিয়েই দিয়েছে। সেক্ষেত্রে ৮ দল হচ্ছে না। তাই প্রশ্ন জেগেছে, ভারত না গেলে কি অন্য কোনো দেশ সুযোগ পাচ্ছে? অনেকেই মনে করছে, প্রোমো আগেই তৈরি ছিল, শুধু আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেছে আইসিসি।
এদিকে প্রোমো প্রকাশের পর সম্প্রচার প্রতিষ্ঠানের চাপও রয়েছে। আগামী ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু এখনও ভেন্যু-সংক্রান্ত জটিলতাই সমাধান হয়নি। যে কারণে বিসিসিআইকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে যেতে না যাওয়ার ব্যাখ্যা চেয়েছে আইসিসি।
অন্যদিকে পিসিবিও জানিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না তারা। দেশটির সরকারও পিসিবিকে কড়া নির্দেশ দিয়েছে, পাকিস্তানের বাইরে একটি ম্যাচও যেন না হয়। শুধু ভারতের আপত্তির কারণে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপও নিতে পারছে না আইসিসি।