সুখবর পেলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

নাজমুল হোসেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯-এ নেমে গেছে বাংলাদেশ। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে লাল-সবুজের কয়েকজন ক্রিকেটার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান আছেন।
এই তালিকায় সবার চেয়ে এগিয়ে শান্ত। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক লাফে ১১ ধাপ এগিয়েছেন তিনি। আইসিসির হালনাগাদ ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে যৌথভাবে ২৩তম অবস্থানে বাঁ-হাতি এই ব্যাটার। বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার শীর্ষে। তার সঙ্গে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ২৩তম স্থান ভাগাভাগি করছেন। তাদের রেটিং পয়েন্ট সমান ৬০৪। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ ও ৭৬ রান করেন শান্ত। তবে কুঁচকির চোটের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হয়নি তার।
এদিকে শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে ১০ ধাপ ওপরে উঠেছেন মাহমুদউল্লাহ। ৪৪তম অবস্থানে রয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
মিরাজ ও মোস্তাফিজ বোলিংয়ে এগিয়েছেন। ৯ ধাপ এগিয়ে লুঙ্গি এনগিদির সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে মিরাজ। ৬ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে মোস্তাফিজ।
ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। বোলিংয়ে শীর্ষে রয়েছেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।