ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরালো আইসিসি, নেপথ্যে কি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

সাকিব আল হাসান
বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ের বড় তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। শুধু সীমিত ওভারের ফরম্যাটেই না, সব ফরম্যাটের অলরাউন্ডারের তালিকায় শীর্ষ পর্যায়ে ছিলেন লাল-সবুজের সাবেক এই অধিনায়ক।
সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের পর সেখান থেকে সাকিবের নাম সরিয়ে নিয়েছে আইসিসি। তবে টেস্ট ফরম্যাট নিয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। কিন্তু ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে বিষ্ময়ের জন্ম দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। এই ফরম্যাট থেকে এখনও বিদায় নেননি সাকিব। কিন্তু আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের পর্দায় নেই সাকিবের নাম। এতে অবাক হয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
অবশ্য নিজেদের নিয়মের কারণেই সাকিবের নাম র্যাঙ্কিং থেকে সরিয়েছে আইসিসি। মূলত এক বছর কোনো ম্যাচ না খেললে আইসিসির তালিকা থেকে নাম সরিয়ে ফেলা হয়। সাকিবের সঙ্গেও তাই-ই ঘটেছে। ২০২৩ সালের ৬ নভেম্বরের পর থেকে দেশের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি সাকিব।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচই ছিল সাকিবের সবশেষ ওয়ানডে। ওই ম্যাচে অধিনায়ক ছিলেন সাকিব। সেদিন টাইমড আউটের আলোড়ন তোলা ঘটনাও হয়েছিল। ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর থেকে এই ফরম্যাটে আর মাঠে নামা হয়নি তার।
এদিকে কেবল একটি ম্যাচ খেললেই ফের র্যাঙ্কিংয়ে ঢুকে পড়বেন সাকিব। এ মুহূর্তে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মোহাম্মদ নবি। দুই ও তিনে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও আরেক আফগান রশিদ খান এবং চতুর্থস্থানে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।