যে একাদশ নিয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত
চোটের কারণে বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরে আনিসুর রহমান জিকো। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সিরিজের দলেও আছেন তিনি। তবে শুরুর একাদশে তার সার্ভিস পাচ্ছে না লাল-সবুজেরা। সহজ করে বললে, কিংস অ্যারেনায় শুরুর একাদশে জায়গা হয়নি তার। জিকোর জায়গায় প্রথমবারের মতো কানাডাপ্রবাসী সৈয়দ শাহ কাজেম খেলছেন।
কিংস অ্যারেনায় আজ নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও মিডফিল্ডার সোহেল রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক-ও নেই। চোট ও পারফরম্যান্সের কারণে জায়গা হারিয়েছেন তারা। গোলবারের নিচে যথারীতি মিতুল মারমা-ই আছেন। এ ছাড়া রক্ষণে সাদ-উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ ও ঈসা ফয়সালরাই আছেন।
মধ্যমাঠে সোহেল রানা ও মোহাম্মদ হৃদয়ের সঙ্গে কাজেম রয়েছেন। দুই উইংয়ে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম খেলবেন। তাদের পেছনে শেখ মোরসালিন। সাধারণত ৪-৪-২ ছকে খেলালেও আজ ৪-৩-৩ তে পরিকল্পনা সাজিয়েছেন কোচ কাবরেরা।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।