বাংলাদেশ ফুটবলে দুই ভাইয়ের অন্য লড়াই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
স্কোয়াডে নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত রাইটব্যাক বিশ্বনাথ ঘোষ। হাঁটুর চোটে দলের বাইরে আছেন তিনি। তাই বুধবার (১৩ নভেম্বর) কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে তার জায়গায়, কে খেলবেন?
এক্ষেত্রে সাদ উদ্দিনের খেলার সম্ভাবনা প্রবল। সাধারণ বিশ্বনাথের উপস্থিতিতে লেফটব্যাকে খেলে থাকেন সাদ। তবে এবার বিশ্বনাথের পজিশনে সাদকে দেখা যেতে পারে। কিন্তু রাইটব্যাক পজিশনে সাদকে তার আপন ভাই তাজ উদ্দিনের সঙ্গে লড়াই করতে হচ্ছে।
সবশেষ ফর্টিস এফসি লিমিটেডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এমনটাই দেখা গেছে। ফর্টিসের বিপক্ষে প্রথমার্ধে রাইটব্যাকে খেলেন সাদ। দ্বিতীয়ার্ধে তার জায়গায় তাজকে নামিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। বদলি নেমে গোলও করিয়েছেন তাজ। তার রক্ষণচেরা প্লেসিং পাসে গোলটি করেন নোভা।
এখনও জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় তাজ। সর্বশেষ মৌসুমে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে নাম লিখিয়েছেন তিনি। এর আগে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলতেন ‘টাফ’ মানসিকতার এই ডিফেন্ডার।