আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ–ভারত টেস্টের আউটফিল্ড

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ এএম

ছবি: সংগৃহীত
বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিন কোনো বলই মাঠে গড়ায়নি। এর মধ্যে তৃতীয় দিনে খেলার নির্ধারিত সময়ে বৃষ্টি না হলেও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা শুরু সম্ভব হয়নি।
এবার এমন আউটফিল্ডকে 'অসন্তোষজনক' রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে কারণে এক ডিমেরিট পয়েন্ট পেয়েছে স্টেডিয়ামটি। তবে এ টেস্টের পিচ নিয়ে সন্তুষ্ট আইসিসি। স্টেডিয়ামটির জায়গার মালিক ভারতের সরকার হলেও দেখভালের দায়িত্ব উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ)। অন্যদিকে চেন্নাই টেস্টের পিচ সর্বোচ্চ রেটিং পেয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের ঘরের মাঠে গড়ানো টেস্টগুলোর রেটিং প্রকাশ করেছে আইসিসি। সেখানেই এসব জানিয়েছে আইসিসি।
ভেন্যুর আউটফিল্ড বা পিচকে মূলত ৪ ধরণের রেটিং দেয় আইসিসি। খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক ও আনফিট-এ চার রেটিং দেয় আইসিসি। আনফিট রেটিং পেলে ভেন্যুটি তিন ডিমেরিট পয়েন্ট পায়। অসন্তোষজনক হলে ভেন্যুকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ৫ বছরের মাঝে ৫ বা এর চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে ভেন্যুটি নিষিদ্ধ করা হবে।
গেল ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হয়েছিল। প্রথম দিন ৩৫ ওভার খেলা হয়েছিল। এরপর চতুর্থ দিন ফের খেলা হয়েছিল। সবমিলিয়ে মাত্র ১৭৩ দশমিক ২ ওভারেই ৭ উইকেট এই টেস্ট জিতে নিয়েছিল ভারত।