×

খেলা

মোস্তাফিজে কাঁপছে আফগানিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

মোস্তাফিজে কাঁপছে আফগানিস্তান

মোস্তাফিজুর রহমান

   

সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তবে জ্বলে ওঠার আগেই ডানহাতি এই ওপেনারকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ। এরপর আক্রমণে এসেই পরপর তিন উইকেট নিজের ঝুলিতে পুরেন মোস্তাফিজুর রহমান। ফিজের আগুনে বোলিংয়ে বেশ চাপে আফগানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৩৬ রান।

বুধবার (৬ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেছিল আফগানিস্তান। তবে স্বাগতিকদের চেপে ধরার চেষ্টায় সফল তাসকিন আহমেদ। তার অসাধারণ বোলিংয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। তাসকিনের অফ-স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৫ রানে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো মোস্তাফিজকে আক্রমণে এনেছিলেন শান্ত। নিজের দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট তুলে নেন তিনি। বাঁ-হাতি এই পেসারের স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন রহমত শাহ। দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন ডানহাতি এই ব্যাটার।

পরের ওভারে আক্রমণে এসে জোড়া উইকেট তুলে নেন ফিজ। প্রথমেই অভিষিক্ত ওপেনার আতালকে সাজঘরে ফেরান ফিজ। স্টাম্প বরাবর একটু সামনে লেংথে বল করেছিলেন। তবে ব্যাটে খেলতে গিয়ে পাননি আতাল। আর ফিজের আবেদনে সাড়া দেন আম্পায়ার।

আতালকে ফেরানোর দুই বল পর ফের মোস্তাফিজের উইকেট। এবার শিকার ওমরজাই। ফিজের লেংথ কাটার ওমরজাইয়ের ব্যাটের কানা নিয়ে সোজা মুশফিকের গ্লাভসে। দ্বিধা নিয়ে খেলতে গিয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এই ব্যাটার। 

ফিজের সামনে রীতিমতো কাঁপছে আফগান শিবির। ক্রিজে হাশমতউল্লাহর নতুন সঙ্গী গুলবদিন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App