খেলা চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত ৫ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়ায় খেলা অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। সে সময়ে ঘটে দুঃখজনক এক ঘটনা। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ফুটবলার। এ ঘটনায় আরো একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন।
সম্প্রতি লাতিন আমেরিকার দেশ পেরুতে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য সান।
হুয়ানকায়ো শহরে জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল। কিন্তু বৃষ্টিতে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। ঝড়ের কারণে বাধ্য হয়ে ফুটবলারদের মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার নির্দেশ দেন রেফারি।
সাজঘরে ফেরার সময়ই বজ্রপাতে হোসে হুগো দে লা ক্রুজ় মেসার নামের এক ফুটবলারের মৃত্যু হয়। তার আশেপাশে থাকা পাঁচ ফুটবলারও একইভাবে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি।
হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি আছেন। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হাতে একটি ধাতব বালা পড়েছিলেন মেসা। সম্ভবত সে কারণেই মৃত্যু হয় তার। এর আগেও পেরুতে এই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে বেঁচে গিয়েছিলেন তিনি।
CRAZY: Lightning killed a football player during a match in Peru and injured five others, they are in hospital with serious burns
— First Source Report (@FirstSourceNew) November 4, 2024
What a crazy and a random thing. Insane. pic.twitter.com/aRZsRCaEJo