×

খেলা

জাতীয় দলে যোগ দিচ্ছেন সালাউদ্দিন!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

জাতীয় দলে যোগ দিচ্ছেন সালাউদ্দিন!

মোহাম্মদ সালাউদ্দিন

   

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার অধীনে টানা তৃতীয় শিরোপা জেতার দ্বারপ্রান্তে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু ফাইনালে তার দল ফরচুন বরিশালের কাছে হেরে যায়। তা সত্ত্বেও দেশি কোচদের মধ্যে তার সাফল্য রীতিমতো ঈর্ষণীয়। তবে কোনো এক অজানা কারণে জাতীয় দলের কোচ হওয়ার প্রতি অনীহা তার।

এবার অপেক্ষা ফুরোতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে পারেন সালাউদ্দিন।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই জাতীয় দলে তার কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। কিন্তু প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। এরপরই তার সহকারী হওয়ার জন্য সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গত বুধবারের (৩০ অক্টোবর) বোর্ড মিটিংয়েও

বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে এ নিয়ে এখনই কিছু বলতে নারাজ বিসিবি। 

তবে বিসিবির একজন পরিচালকের বরাতে গণমাধ্যমে ফের আলোচনায় সালাউদ্দিনের সহকারী কোচ হওয়ার বিষয়টি। গুঞ্জন আছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজেই তাকে পেতে আশাবাদী বিসিবি। যে কারণে ইতোমধ্যেই ভিসার আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই দলের দায়িত্বে তাকে দেখা যেতে পারে।

এর আগে, জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন সালাউদ্দিন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ এবং ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে এখন আর সহকারী কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন দেশীয় খেলোয়াড়দের আস্থাভাজন এই কোচ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App