×

খেলা

বাবার সামনে ছেলের গোল, জিতলো অ্যাটলেটিকো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০১:০০ পিএম

বাবার সামনে ছেলের গোল, জিতলো অ্যাটলেটিকো

ছবি: সংগৃহীত

   

লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেতিসের সঙ্গে এটিই দলটির প্রথম পরাজয়। এ ছাড়া নিজেদের সবশেষ ৪ ম্যাচে মাত্র একটিতে জিতেছিল তারা, তাই জয়ে ফেরার তাড়া ছিলই। এবার লাস পালমাসের বিপক্ষে ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরেছে মাদ্রিদের ক্লাবটি। এই জয়ের দিনে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ান সিমিওনে।

এই ম্যাচকে অবশ্য ‘অর্থহীন’ হিসেবেই আখ্যায়িত করেছিলেন অ্যাটলেটিকোর কোচ সিমিওনে। এর অন্যতম কারণ, স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যা। ম্যাচ গড়াতেই গোল করলেন সিমিওনের ছেলে জুলিয়ানো, জিতলো অ্যাটলেটিকো। জুলিয়ানোর অভিষেক গোলের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে অ্যাটলেটিকো।

রবিবার (৩ নভেম্বর) ঘরের মাঠে ওয়ান্ডা মেট্রোপলিটিনোয় ২৯তম মিনিটে গোল করেন জুলিয়ানো সিমিওনে। ম্যাচের ৮৩তম মিনিটে অন্য গোলটি করেন আলেক্সান্ডার সরলথ।

ম্যাচ জয়ের পর একটি বিশেষ জার্সি দর্শকদের প্রতি উঁচিয়ে নিজের গোলটি বন্যাদুর্গত মানুষের প্রতি উৎসর্গ করেন জুলিয়ানো।

তার ভাষ্যমতে, ‘অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু বন্যায় যা ঘটছে, আমরা তা এড়িয়ে যেতে পারি না। দুর্গতির শিকার হওয়া সবার প্রতি সহমর্মিতা জানাই।’

এই জয়ের পর ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয়স্থানে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App