×

খেলা

একাধিক চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

একাধিক চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা

ছবি: সংগৃহীত

   

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান থাকছেন কিনা- তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শুক্রবার (১ নভেম্বর) ঘোষিত দলে রয়েছে একাধিক চমক। স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি ক্রিকেটার সৌম্য সরকার এবং স্পিন বিশেষজ্ঞ নাসুম আহমেদ। তবে বাদ পড়েছেন লিটন দাস। এছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন তরুণ স্পিডস্টার নাহিদ রানা এবং ব্যাটার জাকির হাসান। অধিনায়ক হিসেবে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) আফগানদের বিপক্ষে সাকিবের না খেলার সম্ভাবনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, সাকিব দেশে আসতে পারেনি। ইতোমধ্যে তার সঙ্গে ফোনে ২-১ বার কথা বলেছি আমি। সে কিছুদিন ধরে প্র্যাকটিসে খুব একটা নেই। আমার মনে হয়, ওর একটু সময় দরকার।  তবে ওকে নিয়ে এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি। কিন্তু আমার মনে হচ্ছে, পরের সিরিজ সাকিবের খেলার সম্ভাবনা কম।

আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। উভয় দলের প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৬ নভেম্বর। পরের দুটি হবে ৯ ও ১১ নভেম্বর।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App