×

খেলা

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের দৃঢ়তা, বাংলাদেশের বোলিংয়ে চাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের দৃঢ়তা, বাংলাদেশের বোলিংয়ে চাপ

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের সকালে শুরুতে আঁটসাঁট বোলিংয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানও বিনা ঝুঁকিতে নিজেদের ইনিংস এগিয়ে নিচ্ছেন। প্রথম পাঁচ ওভারে বাংলাদেশের বোলিংয়ের চাপে রান ওঠে মাত্র ১০। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৯১ রান। 

টনি ডি জর্জি ১৭৭ রানে তাইজুল ইসলামের বলে আউট হয়ে ফিরে যান। তার আগে, দিনের ষষ্ঠ ওভারে হাসান মাহমুদের একটি বাইরে ডেলিভারি পেয়ে দিনটির প্রথম বাউন্ডারি মারেন ডেভিড বেডিংহ্যাম। ওই শটে তার সঙ্গে ডি জর্জির ৫০ রানের জুটি পার হয়ে যায়।

দিনের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের হালকা ঢোকা বল খেলতে গিয়ে ডেভিড বেডিংহ্যাম প্যাডে বল লাগান। বাংলাদেশের জোরাল আবেদনের পর আম্পায়ার জোয়েল উইলসন আঙুল তুললেও ব্যাটসম্যান রিভিউ নেন। রিভিউয়ে দেখা যায়, বল প্যাডে লাগার আগে তার ব্যাটে লাগার ঘটনা ঘটে, যা এতটাই স্পষ্ট ছিল যে তৃতীয় আম্পায়ার আল্ট্রা-এজ দেখার প্রয়োজনও অনুভব করেননি। বাংলাদেশের উল্লাস দ্রুত থেমে যায়।

ডেভিড বেডিংহ্যাম ৭০ বলে ৫০ রান করেন, যা তার অষ্টম টেস্টে তৃতীয় ফিফটি। তার সেঞ্চুরি আছে একটি। আগের দিন দুটি ছক্কা মারার পর দ্বিতীয় দিনে তিনি একটি ছক্কা মেরেছেন তাইজুল ইসলামের বিরুদ্ধে। তিন ছক্কার পাশাপাশি তার ইনিংসে রয়েছে দুটি চারের হিসাব।

ডেভিড বেডিংহ্যামের সঙ্গে ক্রিজে থাকা টনি ডি জর্জি তাইজুলের একটি বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বল সীমানা ছাড়া করেন। এ শটে তার সংগ্রহ ১৫০ রানে দাঁড়ায়। ১১টি চার ও ২টি ছক্কা মেরে ২৩৫ বল খেলে তার ইনিংসের এই সফলতা অর্জন করেন। পরের বলেই তিনি আরও একটি বাউন্ডারি মারেন, যা তার ইনিংসে উজ্জ্বলতা যোগ করে।

আরো পড়ুন : বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজকের খেলা 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App