×

খেলা

শাকিলের সেঞ্চুরিতে পাকিস্তানের লিড, চাপে ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম

শাকিলের সেঞ্চুরিতে পাকিস্তানের লিড, চাপে ইংল্যান্ড

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ, ছবি: গেটি ইমেজ

   

রাওয়ালপিন্ডিতে সৌদ শাকিলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৭৭ রানের লিড পেয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের ২৬৭ রানের জবাবে ৩৪৪ রানে থামে দ্য গ্রিন ম্যানরা। লিডের বোঝা মাথায় নিয়ে শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৪ রানেই ৩ উইকেট হারিয়েছে ইংলিশরা।

মূলত আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। মাত্র ৯ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে সফরকারীরা। এখনও ৫৩ রানে পিছিয়ে ইংলিশরা।

শুক্রবার (২৫ অক্টোবর) ৩ উইকেটে ৭৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। এদিন সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে সেঞ্চুরি তুলে নিয়ে ২২৩ বলে ১৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌদ শাকিল।

শুরুর দিকে অধিনায়ক মাসুদের সঙ্গে ৫৩ রানের জুটি করেন শাকিল। ৭০ বলে ২৬ রান করে অধিনায়কের বিদায়ের পর রিজওয়ানকে নিয়ে ৫২ রানের জুটি করেন শাকিল। এরপর সপ্তম উইকেটে নোমানের সঙ্গে ৮৮ এবং অষ্টম উইকেটে সাজিদের সঙ্গে ৭২ রানের জুটি করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৩৪৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৮৪ বলে ৪৫ রান করে ফেরেন নোমান। আর ৪৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন সাজিদ।

ইংল্যান্ডের হয়ে ৬৬ রান খরচায় ৪ উইকেট নেন স্পিনার রিহান আহমেদ। এ ছাড়া ৩ উইকেট নেন শোয়েব বশির।

৭৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হবার আগে ৯ ওভার ব্যাট করেছে ইংলিশরা। এ সময়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট হারিয়ে ব্যাকফুটে সফরকারীরা। জো রুট ৫ এবং হ্যারি ব্রুক ৩ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৮.২ ওভারে ২৬৭ (ক্রলি ২৯, ডাকেট ৫২, পোপ ৩, রুট ৫, ব্রুক ৫, স্টোকস ১২, স্মিথ ৮৯, অ্যাটকিনসন ৩৯, রেহান ৯, লিচ ১৬, বাশির ১*; সাজিদ ২৯.২-৪-১২৮-৬, নোমান ২৮-২-৮৮-৩, জাহিদ ১০-১-৪৪-১, সালমান ১-০-৩-০)

পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ৭৩/৩) ৯৬.৪ ওভারে ৩৪৪ (মাসুদ ২৬, শাকিল ১৩৪, রিজওয়ান ২৫, সালমান ১, জামাল ১৪, নোমান ৪৫, সাজিদ ৪৮*, জাহিদ ০; লিচ ৩১-২-১০৫-১, অ্যাটকিনসন ১২-৩-২২-২, বাশির ৩৩-২-১২৯-৩, রুট ৩-০-৮-০, রেহান ১৭.৪-২-৬৬-৪)

ইংল্যান্ড ২য় ইনিংস: ৯ ওভারে ২৪/৩ (ক্রলি ২, ডাকেট ১২, পোপ ১, রুট ৫, ব্রুক ৫*, ব্রুক ৩*; সাইম ১-১-০-০, নোমান ৪-১-৯-২, সাজিদ ৪-২-১৪-১)


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App