৫২/২ থেকে ৫৩ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ‘ভুতুড়ে’ ম্যাচ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম

ছবি: সংগৃহীত
গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। প্রতিদিন নানান রেকর্ড আর অবিশ্বাস্য ঘটনায় ২২ গজের এই লড়াই সমৃদ্ধ হয়। এর মধ্যে কোনটা গৌরবের, আবার কোনটা লজ্জার। আর তাসের ঘরের মতো ব্যাটিং-অর্ডার ভেঙে পড়া তো এখন নিত্যদিনের চিত্র। তাই বলে ১ রানের ব্যবধানে ৮ উইকেট! অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ওয়ান-ডে কাপে তেমনই ঘটনা দেখা গেল।
শুক্রবার (২৫ অক্টোবর) পার্থে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল তাসমানিয়া। এই ম্যাচেই অবিশ্বাস্য উইকেটের পতনের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। মাত্র ১ রানের ব্যবধানে পতন হলো ৮টি উইকেটের।
২ উইকেটে ৫২ রান থেকে সবকটি উইকেট খুইয়ে ৫৩ রান! এই এক রানও অতিরিক্ত খাত তথা ওয়াইড থেকে এসেছে। দেশটির ঘরোয়া ওয়ান-ডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড এটি।
এদিন শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এরপর মাত্র ২৮ ডেলিভারি খেলতে পেরেছিল তারা। এর মধ্যে ৮টি উইকেটের পতন হয়। তবে বৈধ ডেলিভারি থেকে একটিও রান আসেনি। কেবল ওয়াইড থেকে এক রান যোগ হয়। ২০ দশমিক ১ ওভারেই ৫৩ রানেই গুটিয়ে যায় দলটি। পঞ্চম থেকে শুরু করে বাকি সব ব্যাটারের নামের পাশে শূন্য।
মূলত তাসমানিয়ার বোলার বিউ ওয়েবস্টার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন। ৬ ওভারে ২ মেইডেনে মাত্র ১৭ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। একটি রানআউট ছাড়া বাকি তিনটি উইকেট শিকার করেন বিলি স্ট্যানলেক।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৮ দশমিক ৩ ওভার খেলেছে তাসমানিয়া। তিন উইকেট হারালেও ২৪৯ বল হাতে রেখে বিশাল ব্যবধানে ম্যাচ জেতে দলটি। ৭ উইকেটের এই জয়ে বোনাস পয়েন্টও পেয়েছে তারা।
ম্যাচের হাইলাইটস দেখতে ক্লিক করুন এখানে।