মিরপুর টেস্টে কারা এগিয়ে, জানালেন কেশব মহারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:১২ পিএম

কেশব মহারাজ
মিরপুর টেস্টে ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা হয় মোটে ৫৭ দশমিক ৫ ওভার। এ সময়ে ৩ উইকেটে ১৮২ রান তুলেছে বাংলাদেশ। এতে ৮৫ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মিরাজ ৮৭ রানে ও নাইম ১৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশের লিড ৮১ রান। এই জুটির সংগ্রহ ৩৩ রান।
খেলা শেষে দক্ষিণ আফ্রিকার হয়ে স্পিনার কেশব মহারাজ সংবাদ সম্মেলনে এসেছিলেন। এ সময় তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশ অনেক ভালো ব্যাট করেছে আজকে। কন্ডিশন কিছুটা ভালো হয়েছে মনে হয় যেহেতু বল কিছুটা পুরনো। তবে আমি এখনও মনে করি আমরা এগিয়ে আছি। অবশ্যই বাংলাদেশ লিডে রয়েছে। ৩ উইকেট এখনও হাতে তাদের। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে রাখতে পারি, তবে আমি এখনও মনে করি আমরা ভালো জায়গায় রয়েছি, প্রথম ইনিংসে ব্যাট হাতে আমরা যতটুকু ভালো করেছি সেসব বিবেচনায় নিয়ে।’
মহারাজ আরও বলেন, ‘আসলে গতকাল ৩ উইকেট তুললাম। এখন আজকে মেহেদী এবং জাকের আলী ভালো খেলেছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছি। আমার মনে হয় না আমরা হালকাভাবে নিয়েছি, তারা অনেক বেশি ভালো খেলেছে। অবশ্যই এরকম পরিস্থিতিতে তাদের এমন ব্যাটিংয়ের জন্য কৃতিত্ব দিতে হবে।’