মিরাজ–জাকেরের জুটিতে লিড বাংলাদেশের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পিএম

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত
মিরপুর টেস্টে ইনিংস ব্যবধানে হারেরই শঙ্কা জেগেছিল। তবে মিরাজ ও জাকেরের ব্যাটে ভর করে শেষপর্যন্ত লিড নিয়েছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২২৬ রান। ২৪ রানের লিড স্বাগতিকদের।
বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ৫ রান যোগ করতেই ওপেনার জয়কে হারায় বাংলাদেশ। এতে মুশফিকের সঙ্গে ভাঙে তার ৪৬ রানের জুটি। ২ বল ব্যবধানে মুশিকেও হারায় স্বাগতিকেরা। দুটি উইকেটই নিজের ঝুলিতে পুরেন কাগিসো রাবাদা। ফেরার আগে জয় ৯২ বলে ৪০ ও ৩৯ বলে ৩৩ রান করেন মুশফিক।
এরপর দলের হাল ধরতে পারেননি লিটন দাসও। উইকেটের পেছনে ধরা দেওয়ার আগে ১৫ বলে ৭ রান করেন উইকেটকিপার এই ব্যাটার।
এরপর পরিস্থিতি সামলে নেন মিরাজ ও জাকের। দলীয় ১১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর দলের প্রয়োজনে আরো একবার ব্যাট হাতে ত্রাতা হয়ে উঠেন মিরাজ। ৭ চার ও ১ ছক্কায় তোলে নেন টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি। তার হাফ-সেঞ্চুরিতে ইনিংস হারের শঙ্কা অনেকটাই দূর হয়। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ২০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
মধ্যাহ্নবিরতি থেকে ফেরার পর শতক ছাড়িয়েছে মিরাজ-জাকের জুটির রান। সপ্তম উইকেটে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে এরই মধ্যে লিড পেয়েছে বাংলাদেশ। মিরাজের পর টেস্টের প্রথম অর্ধশতকের দ্বারপ্রান্তে (৪৬) আছেন অভিষিক্ত জাকের আলি।