নতুন মাইলফলকের সামনে মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পিএম

মুশফিকুর রহিম
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। আর মাত্র ৩৯ রান করলেই টেস্ট ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করবেন তিনি।
এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে সোমবার (২০ অক্টোবর) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবেন মুশি।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মুশফিকের টেস্ট অভিষেক হয়। এরপর ধীরে ধীরে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপের অন্যতম ভরসা হয়ে উঠেন তিনি। এখন পর্যন্ত ৯২ ম্যাচে ১১ সেঞ্চুরি ও ২৭ হাফ-সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৪৫ গড়ে ৫ হাজার ৯৬১ রান করেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ডানহাতি এই ব্যাটার।
মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ৭০ ম্যাচে ১০ শতক ও ৩১ অর্ধশতকে ৫ হাজার ১৩৪ রান করেছেন তামিম।
তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ৫ শতক ও ৩১ অর্ধশতকে ৪ হাজার ৬০৯ রান সাকিবের। ১৩ সেঞ্চুরি ও ১৯ হাফ-সেঞ্চুরিতে ৬৫ ম্যাচে ৪ হাজার ২৬৫ রান নিয়ে চতুর্থস্থানে মুমিনুল হক।