সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪১ এএম

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
এ বছর বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের তালিকায় শীর্ষে অবস্থান করছেন পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। খবর তাসের।
ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের তালিকায় শীর্ষে অবস্থান করা ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।
৩৯ বছর বয়সী রোনালদো গত এক দশকে ষষ্ঠবারের মতো তালিকার শীর্ষে রয়েছেন। এই মৌসুমে তিনি ২২০ মিলিয়ন ডলার আয় করবেন বলে ধারণা করা হচ্ছে।
খেলার মাঠের বাইরে বিভিন্ন অনুষ্ঠান থেকে তিনি এ বছর আয় করেছেন আরো ৬৫ মিলিয়ন ডলার, ফলে এ বছর তার মোট উপার্জন ২৮৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
২০২৩ সালে রোনালদোর মোট আয় ছিল ২৬০ মিলিয়ন ডলার।
আরো পড়ুন: সাবরিনা আয়োনেস্কুর চমক, নাটকীয় জয়ে এগিয়ে নিউ ইয়র্ক লিবার্টি
ফোর্বসের তালিকায় এ বছর দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি, যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবে (মেজর সকার লীগ) খেলছেন। তার আনুমানিক ১৩৫ মিলিয়ন ডলার।
এরপর আছেন সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। মাঠে তার আয় ৮০ মিলিয়ন এবং মাঠের বাইরে ৩০ মিলিয়ন ডলার।
তালিকায় শীর্ষ দশে অবস্থান করা অন্য ফুটবলাররা হচ্ছেন-
সৌদি আরবের আল ইত্তিহাদ ক্লাবে খেলা ফরাসি ফুটবলার করিম বেনজেমা (মোট ১০৪ মিলিয়ন, মাঠে ১০০ এবং মাঠের বাইরে ৪ মিলিয়ন),
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে (মোট আয় ৯০ মিলিয়ন, মাঠে ৭০ ও মাঠের বাইরে ২০ মিলিয়ন),
ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে খেলা নরওয়ের এরলিং হ্যাল্যান্ড (মোট আয় ৬০ মিলিয়ন, মাঠে ৪৬ ও মাঠের বাইরে ১৪ মিলিয়ন),
রিয়াল মাদ্রিদের তারকা ব্রাজিলের ভিনিসিয়াস (মোট আয় ৫৫ মিলিয়ন, মাঠে ৪০ এবং মাঠের বাইরে ১৫ মিলিয়ন),
ইংল্যান্ডের লিভারপুলে খেলা মিশরের মোহাম্মদ সালাহ (মোট আয় ৫৩ মিলিয়ন, মাঠে আয় ৩৫, বাইরে ১৮ মিলিয়ন),
সৌদির আল নাসরে খেলাম সেনেগালের সাদিও মানে (মোট আয় ৫২ মিলিয়ন, মাঠে ৪৮ ও বাইরে মিলিয়ন),
ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে খেলা বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন (মোট আয় ৩৯ মিলিয়ন, মাঠে ৩৫ ও বাইরে ৪ মিলিয়ন)।