টিসিএস আমস্টারডাম ম্যারাথনে অংশ নিচ্ছেন বাংলাদেশী দৌড়বিদ ইমামুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

বাংলাদেশী আল্ট্রা ডিসটেন্স রানার ইমামুর রহমান। ছবি: সংগৃহীত
রবিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে টিসিএস আমস্টারডাম ম্যারাথন ২০২৪, যেখানে অংশ নেবেন বাংলাদেশী আল্ট্রা ডিসটেন্স রানার ইমামুর রহমান। বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে ২২ হাজার ৫০০ জনেরও বেশি দৌড়বিদ এ ম্যারাথনে অংশগ্রহণ করবেন।
এ প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে ইমামুর বলেন, 'টিসিএস আমস্টারডাম ম্যারাথন একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। এখানে বিশ্বের অভিজাত দৌড়বিদরা অংশ নেবেন। আমার দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগটি অত্যন্ত গর্বের বিষয়। বিদেশের মাটিতে দেশের পতাকা উত্তোলন করতে পারাটা আমার জন্য বিশেষ সম্মানের।'
ইমামুর রহমান গত বছর ভিয়েতনাম আল্ট্রা ট্রেইল এবং পর্তুগাল সুপার হাফ সিরিজের সফলতার পর এ বছর ঢাকা ম্যারাথন, ফুকেট ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, উদনপিট রান এবং পাতায়া ম্যারাথন সম্পন্ন করেছেন।
আরো পড়ুন: সাবরিনা আয়োনেস্কুর চমক, নাটকীয় জয়ে এগিয়ে নিউ ইয়র্ক লিবার্টি
ভবিষ্যতে আরো আন্তর্জাতিক আল্ট্রা ও আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত রয়েছেন এ তরুণ দৌড়বিদ।