ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ এএম
-670c943a8e446.png)
বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত
বড় আশা নিয়েই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে নিগার সুলতানা জ্যোতির দলকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। ৪ ম্যাচ খেলে কেবল স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল টাইগ্রেসরা। বাকি ম্যাচগুলোর কোনোটিতে জয়ের মুখ দেখেনি তারা।
নিজেদের সবশেষ ম্যাচে গত শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হয় বাংলাদেশের মেয়েদের। আর বিশ্বকাপ পর্ব শেষে রোববার রাতে দুবাই থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ নারী দল।
সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, বাংলাদেশের সঙ্গে শারজাহর উইকেটের পার্থক্য খুব একটা ছিল না। স্পিন সহায়ক উইকেট ছিল। স্পিনাররা ভালো করেছে। ব্যাটাররা নিজেদের মেরে ধরতে পারেনি। ভেন্যু তাই কোনো কিছু নয়। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ভেন্যুকে দোষ দিয়ে লাভ নেই। এটা অজুহাত হবে।
ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি আরো বলেন, সমস্যাটি খুবই দৃশ্যমান যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি। যদি পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে মিডল অর্ডারে ধুঁকতে হয়। কখনও কখনও সেভাবে শেষ করতে পারি না, যেভাবে করা উচিত। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।