চার–ছক্কায় বৃষ্টিতে যত রেকর্ড ভারতের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম
-670aa5e075574.jpg)
বাংলাদেশ-ভারত ম্যাচ, ছবি: সংগৃহীত
অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হলো না ভারতের। ফলে কোনমতে লজ্জার হাত থেকে বেঁচেছে বাংলাদেশ। স্যামসনের দ্রুততম সেঞ্চুরি আর সূর্যকুমারের ঝোড়ো ফিফটিতে টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড সর্বোচ্চ ২৯৭ রান সংগ্রহ করেছে ভারত।
যেকোন টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এটি। এতদিন ২৭৮ রান নিয়ে সেই রেকর্ড নিজেদের দখলে রেখেছিল আফগানিস্তান। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক নেপাল। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। এই রেকর্ড ভাঙতে কিংবা ছুঁতে না পারলেও আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে ওপরেই থাকবে টিম ইন্ডিয়া।
দলীয় সর্বোচ্চ পুঁজিতে দুইয়ে
স্কোর | ম্যাচ | ভেন্যু | সাল |
৩১৪/৩ | নেপাল–মঙ্গোলিয়া | হ্যাংজু | ২০২৩ |
২৯৭/৬ | ভারত–বাংলাদেশ | হায়দরাবাদ | ২০২৪ |
২৭৮/৩ | আফগানিস্তান–আয়ারল্যান্ড | দেরাদুন | ২০১৯ |
২৭৮/৪ | চেক প্রজা.–তুরস্ক | ইলফভ | ২০১৯ |
২৬৮/৪ | মালয়েশিয়া–থাইল্যান্ড | হ্যাংজু | ২০২৩ |
২৩২
চার আর ছক্কার ফুলছড়িতে ২৩২ রান তুলেছে টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড এটি। এর আগে ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২১২ তুলেছিল নেপাল।
২২
বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ ছক্কা। আগের ম্যাচে দিল্লিতে ১৫ ছক্কা হাকিয়েছিল ম্যান ইন ব্লুরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে কেবল নেপাল (২৬) ও জাপান (২৩) ভারতের চেয়ে বেশি ছক্কা মেরেছে।
স্যামসন-সূর্যর ১৭৩
বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে সর্বোচ্চ। এর আগে, ২০২২ বিশ্বকাপে সিডনিতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ১৬৮ রান করেছিলেন কুইন্টন ডি কক ও রাইলি রুশো।
যেকোনো উইকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম উইকেটে সর্বোচ্চ ১৯০* রান তুলেছিলেন রোহিত শর্মা ও রিংকু সিং।
দ্বিতীয় উইকেটে চতুর্থ সর্বোচ্চ। চলতি বছরের ফেব্রুয়ারিতে কীর্তিপুরে নেদারল্যান্ডসের সিব্রান্ড এঙ্গেলব্রেখট ও মাইকেল লেভিটের নামিবিয়ার বিপক্ষে সর্বোচ্চ ১৯৩ রান করেছিলেন।
১১১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১২ সালে পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের সর্বোচ্চ ১২৩ রান করেছিলেন।
১১
চতুর্থ ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ চার হাঁকিয়েছেন স্যামসন।
৪০
সেঞ্চুরি ছুঁতে ৪০ বল খেলেন সাঞ্জু স্যামসন, যা বাংলাদেশের বিপক্ষে ও ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম।
৬৬
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টাইগারদের মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড তানজিম হাসান সাকিবের। রুবেল হোসেন ও মাশরাফী বিন মুতর্জার দখলে আগের (৬৩ রান) রেকর্ড ছিল।