প্রোটিয়াদের ১০৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পিএম
-670a9b6178f85.jpg)
ছবি: সংগৃহীত
ওপেনারদের ব্যর্থতার পর প্রতিরোধ গড়েছিলেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। তবে তারাও বেশি দূর টানতে পারেননি। শেষমেশ জ্যোতির ব্যাটে ভর করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।
শনিবার (১২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার দিলারা। মারিজানে ক্যাপের ডেলিভারি উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
এরপর শুরুর ধাক্কা সামলে ৪৫ বলে ৩৬ রানের জুটি গড়েন মোস্তারি ও সাথী। তবে ইনিংসের অষ্টম ওভারে সাথী ফিরলে ভাঙে এই জুটি। ৩০ বলে ১৯ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।
তৃতীয় উইকেটে দলের হাল ধরেন জ্যোতি ও মোস্তারি। তবে তারাও দ্রুত গতিতে রান তুলতে পারেননি। ৫৬ বলে ৪৫ রানের জুটি গড়েন তারা।
১৮তম ওভারে এমলাবার বুঝে উঠতে পারেননি মোস্তারি। বোল্ড হয়ে ৪৩ বলে ৩৮ রান করে ফেরেন। তবে ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জ্যোতি।