টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পিএম
-670a7cffd1b16.jpg)
ছবি: সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছে টাইগ্রেসরা। এতে কার্যত বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছে লাল-সবুজেরা। তবে যদি কিন্তুর হিসেবে এখনও সম্ভাবনা আছে বাঘিনীদের। এই ক্ষীণ সম্ভাবনাকে আরো মজবুত করতে গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ।
এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে প্রোটিয়ারা।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানী, সুবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা ওলভার্ড (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানেকে বোশ, মারিজান ক্যাপ, সুনে লুউস, ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরি ডারকসেন, সিনালো জাফতা, ননকুলুলেকো ম্লাবা, আয়াবোঙ্গা খাকা