বাংলাদেশ-ভারত ম্যাচে বাগড়া দেবে বৃষ্টি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পিএম
-670a5ce988239.jpg)
বাংলাদেশ-ভারত ম্যাচ, ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। জয়ের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য ভারতের। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে এই ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির কারণে স্টেডিয়াম কভারে ঢাকা ছিল। শনিবারও হায়দরাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে বেলা যত বাড়তে থাকবে, বৃষ্টির হওয়ার সম্ভাবনা ততই কমতে থাকবে। আর ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা একেবারে কমে আসবে।
ম্যাচ চলাকালীন বৃষ্টি না হলেও ম্যাচের আগে হওয়া বৃষ্টি দুই দলের খেলায় প্রভাব ফেলতে পারে। বৃষ্টি বাগড়া না দিলে বড় রানের ম্যাচের দেখা মিলতে পারে।
চলতি বছরের আইপিএলে হায়দরাবাদের এই স্টেডিয়ামে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সানরাইজার্স হায়দরাবাদের হোম ভেন্যুও এটি। এই মাঠেই মুম্বাইয়ের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রানের সংগ্রহ গড়েছিল হায়দরাবাদ। এ ছাড়া ৬ ম্যাচের চারটিতেই ২০০ এর বেশি রান হয়েছিল।