×

খেলা

বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলে দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম

বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলে দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

   

আয়ারল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েন দক্ষিণ আফ্রিকার টেস্টের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তাই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে পারবেন না তিনি। তবে দলের সঙ্গেই থাকবেন এই ব্যাটার।

বাভুমার জায়গায় নতুন এবিডি ভিলিয়ার্সখ্যাত ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে বাংলাদেশ সিরিজের দলে ডাকা হয়েছে। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া ২১ বছর বয়সী এই ব্যাটার দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। মূলত ১২টি প্রথম শ্রেণির ম্যাচে ভালো খেলায় তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, প্রায় ৩ সপ্তাহের সফরে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। একদিন বিশ্রাম শেষে ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুশীলন করবে প্রোটিয়া দল। ২১ অক্টোবর থেকে 'হোম অব ক্রিকেট' মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ২৬ অক্টোবর চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে দুই দলের। সেখানে গিয়ে ২৭ ও ২৮ অক্টোবর অনুশীলন করবে প্রোটিয়ারা।

আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অন্তর্গত। এই সিরিজ শেষে ৩ নভেম্বর ঢাকা ছাড়বে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

রাজকীয় এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১২ বারই জিতেছে প্রোটিয়ারা। আর বাকি দুটি টেস্ট ড্র হয়েছে। তবে এখনও অধরা জয়ের অপেক্ষায় টাইগাররা।

বাংলাদেশের মাটিতে মোট চারটি টেস্ট খেলেছে প্রোটিয়ারা, সবগুলো ম্যাচই জিতেছে তারা। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে বৃষ্টির কারণে দুই টেস্টের একটিও জিততে পারেনি প্রোটিয়ারা। ওই দুটিই প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের পরাজিত না হওয়ার রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজেকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ান মুলদার, সেনুরান মুত্তুস্বামী, লুঙ্গি এনগিডি, ডেন পিটারসন, ডেন পিডিট, কাগিসু রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভারায়েনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App